January 15, 2026, 6:24 pm

সরকারের সক্ষমতা যাচাইয়ে আগে স্থানীয় নির্বাচন চান জামায়াতের আমির

Reporter Name
  • আপডেট Friday, April 25, 2025
  • 126 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনকে সক্ষমতার প্রমাণ দেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ তা মেনে নেবে না। ইসির স্বদিচ্ছা ও স্বক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় নির্বাচন দিতে হবে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ময়মনসিংহে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এ সম্মেলনের আয়োজন করে ময়মনসিংহ মহানগর ও জেলা জামায়াত। মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সকাল নয়টায় সম্মেলন শুরু হয়। এতে ময়মনসিংহ ছাড়াও বিভাগের বিভিন্ন এলাকার জামায়াতের নেতাকর্মীরা যোগ দেন।
শফিকুর রহমান বলেন, নারীবিষয়ক সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশ জমা হয়েছে। কিন্তু যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এ দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেওয়া হবে না।
তিনি বলেন, আমরা কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার সুপারিশ মানব না। আমরা জনগণের সুবিধা দেওয়ার সব সুপারিশ মেনে নেব। তিনি সবাইকে নিজেকে গড়ার অনুরোধ জানিয়ে ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, এই দেশ থেকে আটাশ লাখ কোটি টাকা আওয়ামী লীগ, তাদের দোসর ও প্রশাসনে কিছু কর্মকর্তা লুট করে নিয়ে গেছে। এই টাকা দেশের বাজেটের প্রায় ৪-৫ গুণ। এই টাকা জনগণের তহবিলে যোগ করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নসহ বিদেশি প্রতিনিধিদের আহ্বান জানাচ্ছি। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে দল ও ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না।
তিনি বলেন, আমরা একটি বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ অবশ্যই হতে হবে আল্লাহর বিধানের ভিত্তিতে, আল কোরআনের ভিত্তিতে। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে অন্যান্য ধর্মের অনুসারীরা তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। ইসলাম সব ধর্মের সম্মান বজায় রাখে। মানবিক বিধান কায়েমে আমরা এক, কোনো পার্থক্য নেই। ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশটাকে গড়ব।
তিনি আরও বলেন, যারা জুলাই-আগস্টে গণহত্যা করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখা যাবে না। তাদের বিচার নিশ্চিত করুন। বিগত সরকার যে জঞ্জাল সাড়ে ১৫ বছরে সৃষ্টি করেছে তার পর্যাপ্ত সংস্কার করুন। কালো টাকা এবং পেশিশক্তি থেকে বের হয়ে আসার জন্য সব মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, জামায়াতের মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ড. সামিউল হক, ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, জেলা নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলী, নেত্রকোনা জেলা আমির অধ্যাপক সাদেক আহমেদ হারিছ, জামালপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আওয়াল, ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, ময়মনসিংহ মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা বদরুল আলম, সনাতন ধর্মাবলম্বী নেতা উত্তম ভট্টাচার্য, মহানগর ছাত্র শিবির সভাপতি শরিফুল ইসলাম খালিদ, জেলা শিবির সভাপতি এমদাদুল ইসলাম, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ রিদওয়ান হোসেন সাগরের পিতা আসাদুজ্জামান আসাদ, শহীদ মাহিনের পিতা জামিল হোসেন সোহেলসহ বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক থানা আমির ও ছাত্রশিবির নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর