স্টাফ রিপোর্টার :: টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার গাজীপুরের সাবরিনা ড্রিম রিসোর্টে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় আট শতাধিক শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুস সালাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাহিদ, সিনিয়র শিক্ষক নূরুজ্জামান রানা, সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, আলহাজ্ব মোতাহার হোসেন, এস এম মুরাদ, নিজাম উদ্দিন, কিবরিয়া জনি, নিলুফার ইয়াছমিন মনিরা, টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল। এ ছাড়া বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি আহবায়ক আবু আব্বাস সুমন, সদস্য সচিব ইঞ্জি: সুজন, রাসেদ সিমান্ত, শাহীন শামস, মুক্তার হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।