নিজস্ব প্রতিবেদক :: ফেনীর ফুলগাজীতে ভারতীয় মালসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাকে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর এলাকার পিয়ার আহম্মদের পুরাতন মার্কেটের সামনে থেকে অবৈধভাবে পণ্য বহনকারী একটি সিএনজি অটোরিকশাসহ ভারতীয় মাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই লাখ ৪২ হাজার ৮৮৫ টাকা। সিএনজি অটোরিকশা থাকা মো. আব্দুল আল কাউসারকে (২৬) পুলিশ আটক করেছে। তিনি পরশুরাম উপজেলার বাউরখুমা গ্রামের আবুল হাসেমের ছেলে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, অভিযান চালিয়ে ১৫৮৫ পিস ভারতীয় তেলের বোতল ও বহনকারী একটি সিএনজিসহ কাউসারকে আটক করা হয়।