নিজস্ব প্রতিবেদক :: জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর ৩৭ নম্বর ওয়ার্ড কুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, গাজীপুর-২ (সদর–টঙ্গী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. সালাহউদ্দিন সরকার। বক্তৃতায় তিনি বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে তার সাহসী নেতৃত্ব এ জাতির রাজনৈতিক ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “আমি স্বতন্ত্র প্রার্থী হলেও আমার রাজনৈতিক চেতনা, আদর্শ ও সংগ্রামের প্রেরণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথ থেকেই উৎসারিত। জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে কোনো আপস নেই। এই লড়াই ব্যক্তি বা দলের নয়, এই লড়াই জনগণের।”
সালাহউদ্দিন সরকার বলেন, বিলুপ্ত গাজীপুর-৬ ও পরবর্তীতে পুর্নবহাল গাজীপুর -২ আসনের জনগণের ভালোবাসা ও আস্থাকে শক্তি করে তিনি নির্বাচনী মাঠে এগিয়ে যাচ্ছেন। তিনি সকলকে দল-মত নির্বিশেষে গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানান। এর আগে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, এবারের নির্বান টঙ্গীর ঐতিহ্যবাহী রাজনৈতিক সরকার পরিবারের সুদৃঢ় ঐক্যের ভিত্তি ভবিষ্যতপ্রজন্মের পাথেয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, সরকার শাহ নূর ইসলাম রনি, যুবদল নেতা মোহাম্মদ আলী, সৌমিক সরকার প্রমুখ।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের পক্ষে সংগ্রাম আগামী প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে।