January 15, 2026, 3:10 pm

গাজীপুরের কাপাসিয়ায় তিন দিনব্যাপী ফল মেলা উদ্বোধন

Reporter Name
  • আপডেট Friday, July 5, 2024
  • 76 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: কৃষিই সমৃদ্ধি ‘ফলে পুষ্টি অর্থ বেশ স্মার্ট কৃষি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের হলরুমে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফল মেলা উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর