স্টাফ রিপোর্টার, উত্তরা :: উত্তরায় অটোরিকশার ধাক্কায় নুরজাহান (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে উত্তরা ১২ নং সেক্টর খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা নুরজাহানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
প্রদক্ষদর্শীরা জানান, উত্তরা ১২নং সেক্টর খালপাড় এলাকায় বৃদ্ধা নূরজাহান রাস্তা পর হচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশার তাকে স্বজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহত নুরজাহান উত্তরার বালুর মাঠ এলাকায় থাকতেন। তিনি ওই এলাকাতে ভিক্ষাবৃত্তি করতেন।
ঢাকা হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অটোরিকশাচালক নুরনবীকে আটক করে ক্যাম্পে রাখা হয়েছে।