বিনোদন ডেস্ক :: উপস্থাপক রাফসান সাবাবের দ্বিতীয় বিয়ে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তীব্র আলোচনার মধ্যেই নীরবতা ভাঙলেন তার প্রাক্তন স্ত্রী সানিয়া শামসুন এশা। আজ শুক্রবার (১৫ জানুয়ারি) এশা ফেসবুকে তার অতীত জীবন, সংগ্রাম, বর্তমান ও ভবিষ্যত নিয়ে এক স্ট্যাটাস দেন। পোস্টের শুরুতে এশা লেখেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমি আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না।’
এশা জানান তিনি জীবনের এই পর্যায়ে এসে কারো ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা হস্তক্ষেপ করতে চান না। অতীত ঘিরে কঠিন সময়ের কথা মনে করে লেখেন, ‘অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি।’
সংগ্রামের সময় পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’
জীবনের এই মুহূর্তে নিজের ক্যারিয়ারেই সম্পূর্ণ মনোযোগ দিতে চান এশা। তিনি বলেন, ‘আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই যা কঠিন সময়ে আমাকে ছেড়ে যাবে না কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না।‘
সর্বশেষ এশা স্পষ্ট করে লেখেন, ‘আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই – ‘ডা. এশা’, একটি নাম, একটি পরিচয় যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি।’
উল্লেখ্য, ২০২৩ সালের শেষে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে রাফসান তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন। এশার সাথে বিচ্ছেদের বিষয়টি সামনে আসার পর থেকেই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্ক নিয়ে কথা শুরু হয়। তবে দুজনেই সেটিকে বন্ধুত্ব বলে এসেছেন।
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার (১৪ জানুয়ারি) রাফসান তার ফেসবুকে জেফারের সাথে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে রাফসান।