October 22, 2024, 2:54 pm

কাবাডি ও দাবা খেলাকে স্কুল পর্যায়ে অন্তর্ভুক্ত করার উদ্যোগ

Reporter Name
  • আপডেট Thursday, July 4, 2024
  • 20 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। খেলাটিকে আরও ছড়িয়ে দিতে এবার স্কুল পর্যায়ের ক্রীড়াতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু কাবাডি নয় পাশাপাশি দাবাও থাকছে।
যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান এমপি আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে কাবাডি ও দাবা ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে সভায় এ কথা জানান। কাবাডি ফেডারেশনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
সভায় মন্ত্রী বলেছেন, ‘কাবাডি ও দাবা বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় দুটি খেলা। দুটি খেলাকে এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আমি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি। দেশের প্রতিটি বিদ্যালয়ে যাতে কাবাডি ও দাবা খেলাকে সকল ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করেছি।’
নিজের মন্ত্রণালয় থেকেও সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পাপন, ‘এ সকল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। আমরা খেলা দুটিকে সারাদেশে ছড়িয়ে দিতে চাই। দেশের তৃণমূল পর্যায়ে যদি খেলাদুটিকে ছড়িয়ে দেয়া যায়, তাহলে জাতীয় পর্যায়েও ভালো খেলোয়াড় তৈরী হবে।’
মন্ত্রী আরও বলেছেন, ‘যে সকল ক্রীড়া ফেডারেশন জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ভালো ফলাফল করছে, তাদেরকে আরও ভালো ফলাফল অর্জনে মন্ত্রণালয় থেকে অগ্রাধিকারভিত্তিতে সহায়তা প্রদান করা হবে।’
এ সময়ে ক্রীড়া ফেডারেশনের জন্য বাজেট বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। সভাতে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর