December 10, 2023, 1:09 pm

ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা হবে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট Tuesday, April 25, 2023
  • 133 জন দেখেছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা প্রস্তুত হবে বলে জানিয়েছেন । মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে সিলেট হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা করার জন্য আগে কোন আইন ছিল না। গত সংসদে আইনটি পাশ হয়েছে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে প্রধান করে তালিকা প্রণয়ন ও নিয়মাবলী নির্ধারণের জন্য কমিটি করে দেয়া হয়েছে। আশাকরি ডিসেম্বরে মধ্যে তালিকা প্রস্তুত হবে।

এর আগে দুই দিনের সফরে দুপুরে সিলেট পৌঁছান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পরে তিনি হযরত শাহজালাল (র.) মাজারে জোহরের নামাজ আদায় করেন ও মাজার জিয়ারত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর