October 22, 2024, 5:27 pm

বাজারে অভিযান: জব্দ ৫০টি দেশীয় পাখি বনে মুক্তি

Reporter Name
  • আপডেট Friday, August 18, 2023
  • 65 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: অবৈধ বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় ও বন্যপ্রাণী অপরাধ দমনের লক্ষ্যে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ আজ শুক্রবার রাজধানীর মিরপুর-১ নম্বর বাজারে অভিযান চালিয়ে ৫০টি বিভিন্ন দেশীয় পাখি জব্দ করেছে।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকার ব্ন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমিন তিতলীর নেতৃত্বে সকাল ১০ টার দিকে ঢাকার মিরপুর ১ নম্বর বাজার এলাকায় টহল অভিযান পরিচালনা করা হয়। এসময় টিয়া ৪ টি,৩টি শালিক ,৪টি ঘুঘু, ১৫টি মুনিয়া, ২২টি কালিম এবং ২ টি জলপিপিসহ মোট ৫০ টি দেশীয় পাখি উদ্ধার করা হয়। পরে দুপুরে পাখিগুলো মিরপুর বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়েছে।

তাছাড়া বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় ও বন্যপ্রাণী অপরাধ দমনের লক্ষ্যে ব্যাপক জনসচেতনা বৃদ্ধি করা হয়। ” চলুন বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় হতে বিরত এবং সচেতন থাকি”, এ শ্লোগান নিয়ে কাজ করছে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর