October 22, 2024, 5:24 pm

সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় আজ

Reporter Name
  • আপডেট Thursday, May 4, 2023
  • 194 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় আজ বৃহস্পতিবার (৪ মে)। এদিন অফিস চলাকালীন সময় মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল আবেদন করতে পারবেন।

নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, এ নির্বাচনে আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাবিরুল ইসলাম। তার কাছেই আপিল আবেদন করতে হবে। এই সিটি নির্বাচনে মেয়র পদে ১২ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৯০ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন সরকার শাহনুর ইসলাম রনি, আব্দুল্লাহ আল-মামুন, মো. হারুন-অর-রশিদ, মোহাম্মদ অলিউর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জায়েদা খাতুন ও মো. আবুল হোসেনও মেয়র পদে ।

রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম মনোনয়নপত্র বাছাইয়ের সময় মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে অনেকের মনোনয়নপত্র বাতিল করেছেন। তার সিদ্ধান্তের বিরুদ্ধেই মনোনয়পত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল নিষ্পত্তির শেষ সময় আগামী ০৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ০৮ মে। প্রতীক বরাদ্দ ০৯ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর