October 22, 2024, 5:38 pm

টঙ্গীর ৫৪নং ওয়ার্ডকে ময়লামুক্ত পরিচ্ছন্ন ওয়ার্ড করা হবে : কাউন্সিলর প্রার্থী আজাদ হোসেন

Reporter Name
  • আপডেট Wednesday, April 19, 2023
  • 249 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৫৪ নম্বর ওয়ার্ডটিকে ময়লা-আবর্জনামুক্ত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আজাদ হোসেন। তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর হিসেবে জয় লাভ করলে ওয়ার্ডবাসীকে সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত রয়েছেন। ওয়ার্ডের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখে সরু রাস্তা প্রশস্তকরণ, শিশুদের জন্য খেলার মাঠ, নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার, গ্যাস সঙ্কট সমাধান, রাস্তার পাশে খোলা ড্রেনের মশা-মাছিসহ বিভিন্ন কীটপতঙ্গ নিধন, সড়কের তীব্র যানজট নিরসন, পরিকল্পিত স্যূয়ারেজ ব্যবস্থা, অপ্রশস্ত রাস্তা প্রশস্তকরণ, বৃক্ষরোপণ করে গ্রিন জোনের মাধ্যমে বাস্তবমুখী সর্বাধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়তে অঙ্গীকার করেছেন তিনি। মঙ্গলবার একটি কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিলপূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্ষায় দ্রুত বৃষ্টির পানি অপসারণের জন্য নর্দমাসহ পরিকল্পিত ও প্রশস্ত রাস্তা নির্মাণের পরিকল্পনা, স্থায়ী বাজার, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, ব্যায়ামাগার, পাঠাগার স্থাপনের প্রতিশ্রতিও ব্যক্ত করেছেন তিনি। এ ছাড়া ৫৪নং ওয়ার্ডে মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তিনি। তিনি তার বক্তব্যে আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ২৫মে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করবেন। কারণ ভোটাররা আজ পরিবর্তন চায়। এলাকার ভোটাদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তারা আমাকে স্বত:স্ফুর্তভাবে ভোট প্রদানের জন্য মুখিয়ে আছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর