October 22, 2024, 7:33 pm

পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে পড়ালেখায় মনোযোগ দিতে হবে ॥ অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান

Reporter Name
  • আপডেট Saturday, June 29, 2024
  • 28 জন দেখেছে

মো: আব্দুল কাদের ::  এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনায় টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে অভিভাবক সভার আয়োজন করা হয়। আজ শনিবার সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক ভবন অডিটোরিয়ামে শিক্ষক-অভিভাবক সভায় বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান।
সভায় অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে সকল বিষয়ে ভালোভাবে পড়ালেখা করতে হবে। তোমরা যদি ভালোভাবে পড়াশুনা কর তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। আমি বিশেষভাবে অনুরোধ করবো যারা অভিভাবক রয়েছেন আপনারাও আপনাদের ছেলে-মেয়েদের দিকে খেয়াল রাখবেন। তারা যাতে নিয়মিত পড়াশুনা করে। পরীক্ষায় শতভাগ প্রশ্নের উত্তর লিখতে পারে।
তিনি এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা ফরম পূরন করেছো, সবাইকে পরীক্ষা পর্যন্ত পড়াশুনার সাথে থাকতে হবে। পরীক্ষা চলাকালীন তোমাদের মোবাইল, ফেসবুক ব্যবহার থেকে দূরে থাকতে হবে। প্রতিটি পরীক্ষাই খুবই গুরুত্বপূর্ন। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
এছাড়াও অভিভাবক সভায় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় কাগপত্রের ফাইল তুলে দেয়া হয়।
উল্লেখ্য, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে এবছর ২৩৬জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর