December 7, 2023, 12:16 am

১০০ কাপড়ের দামে বঙ্গবাজারের পোড়া জামা কিনলেন মিম

Reporter Name
  • আপডেট Thursday, April 6, 2023
  • 228 জন দেখেছে

মাসুদ আলম :: বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কাপড় কিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন শোবিজের অনেক তারকা। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ১০০ কাপড়ের দামে একটি ঝলসে যাওয়া জামা কিনেছেন তিনি।বুধবার (৫ এপ্রিল) সামাজিক মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।
স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডশন বুধবার (৫ এপ্রিল) মিমের কাপড় কেনার কয়েকটি ছবি পোস্ট করে লিখেছে, চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে!’ এতে লেখা হয়েছে, ‘জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর
করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে। ’
মিমের এই মানবিক কাজের জন্য নেটিজেনরা প্রশংসা করছেন। এর আগে পোড়া কাপড় কিনেন তাহসান ও বুবলী। প্রসঙ্গত, বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনে নিয়েছে বিদ্যানন্দ। পোড়া কাপড়গুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চায় সংগঠনটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর