স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে শ্রীপুরে ভারতীয় মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার উপজেলার কেওয়া পশ্চিমখন্ড মুইষ্ঠাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীপুর থানার কেওয়া পশ্চিমখন্ড মইষ্ঠাপাড়া এলাকার মো. হাসিবুল শেখ (২২), একই এলাকার প্রদীপ সাহা (২১)। এ সময় তাদের কাছ থেকে ১২০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করে পুলিশ। যার বাজার মূল্য ছয় লক্ষ টাকা বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কারাগারে পাঠানো হয়েছে।গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় অব্যাহত আছে।