ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নতুন ছবি ‘প্রিয়তমা’ আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে। সিনেমাটিতে প্রথমবারের মতো শাকিবের সাথে জুটি বেধেছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল। তাই বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন শাকিবের এই নতুন নায়িকা। শুক্রবার রাত ১১টার দিকে সিনেমার নির্মাতা হিমেল আশরাফ অভিনেত্রীর সেই ভিডিওটি পোস্ট করেন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে।
ভিডিওতে দেখা যায়, ইধিকা বাংলাদেশের সমর্থকদের উদ্যেশ্যে বলছেন,‘হ্যালো বাংলাদেশ, আমি ইধিকা পাল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে এই ঈদে, সিনেমা হলে, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায়।
এদিকে, ইধিকার অভিনয়ের খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা। ইতোমধ্যে সিনেমাটির শুটিংও শুরু হয়েছে। হিমেল আশরাফ বলেন, প্রিয়তমা সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে আমরা ইধিকা পালকেই চূড়ান্ত করেছি। তার বাংলাদেশে আসার ভিসা হয়েছে। আগামী ৮ মে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান এবং ইধিকা যোগ দেবেন আগামী ১১ মে।