December 10, 2023, 1:21 pm

বিএনপি-জামায়াত যেন জ্বালাও পোড়াও করতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে : এড. জাহাঙ্গীর আলম

Reporter Name
  • আপডেট Sunday, November 19, 2023
  • 13 জন দেখেছে

মো. জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসন নৌকা প্রতীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। সে লক্ষ্যে আমরা তৃণমুলের নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি। চলমান হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত যেন কোনো প্রকার জ্বালাও পোড়াও করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকবে হবে। গতকাল রোববার বিকেলে টঙ্গী চেরাগআলী ট্রাকষ্ট্যান্ডে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিএনপি-জামায়াতের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রজব আলীর সভাপতিত্বে ও পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এমএম নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এমএম হেলাল উদ্দিন, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম।
এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আক্কাস আলী, প্রফেসর আসকর আলী, অ্যাডভোকেট জাকির হোসেন, আজাদ হোসেন, হাজী আবদুর রশিদ, সাবেক কমিশনার নজরুল ইসলাম, আজমেরী খান টুটুল, মো. বিল্লাল হোসেন, মহিলা কাউন্সিলর রাখি সরকার, মীর ওসমান গণি কাজল, রুহুল আমিন, কামাল হোসেন, কামরুল হাসান দিপু প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর