December 10, 2023, 1:51 pm

ফিরলেন সোহান-নাইম, ৩ নতুন মুখ কেমন পারফরমার?

Reporter Name
  • আপডেট Saturday, November 18, 2023
  • 15 জন দেখেছে

ক্রীড়া প্রতিবেদক :: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তিনজন। তারা হলেন-বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, টপঅর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু এবং পেসার হাসান মাহমুদ।
হাসান মাহমুদের নামটি এখন বেশ পরিচিত। কেননা এরই মধ্যে জাতীয় দলের হয়ে ২০টি ওয়ানডে আর ১৭টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন ডানহাতি এই পেসার। এবার টেস্টে নিজেকে মেলে ধরার পালা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ ম্যাচে ৪৪ উইকেট আছে হাসান মাহমুদের। তিনবার নিয়েছেন ৪ উইকেট। সেরা বোলিং ৪/২১। শাহাদাত দিপু আর হাসান মুরাদও জাতীয় দলের হয়ে খেলেছেন। তবে হাসান মুরাদ ২টি আর দিপুর নামের পাশে কেবল ৩টি টি-টোয়েন্টি ম্যাচ।
শাহাদাত দিপু ঘরোয়া লিগে পারফর্ম করছেন অনেকদিন ধরেই। ২১ বছর বয়সী এই ব্যাটার ২১টি প্রথম শ্রেণির ম্যাচে করেছেন ১২৯৬ রান। গড় ৩৫.০২। সেঞ্চুরি দুটি আর হাফসেঞ্চুরি ১০টি। সেরা ইনিংস ১৫৯ রানের। ২২ বছর বয়সী হাসান মুরাদও পারফর্ম করেই দলে এসেছেন। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ১২১ উইকেট। ৫ উইকেট পেয়েছেন ১১ বার। ইনিংসে সেরা বোলিং ৮/১১৯।
এদিকে টেস্ট ফরম্যাটের সহ-অধিনায়ক লিটন দাস ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। উইকেটরক্ষক হিসেবে তাই দলে ফেরার সুযোগ মিলেছে নুরুর হাসান সোহানের। এছাড়া অফস্পিনার নাইম হাসানও ফিরেছেন টেস্ট স্কোয়াডে।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর