September 30, 2023, 10:17 pm

প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষক স্বল্পতার দূর করতে কাজ করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, September 13, 2023
  • 26 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর :: প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষক স্বল্পতার দূর করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার দুপুরে চাঁদপুর বাবুরহাট মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোথাও কোথাও শিক্ষক স্বল্পতা আছে। সেই স্বল্পতা দূর করতে নানান ভাবে কাজ করছি। শুধু পাহাড় নয়, পাহাড়, হাওর, চর এসব এলাকায় শিক্ষক স্বল্পতা রয়েছে, এটা বাস্তবতা। সেই বাস্তবতাকে মেনে নিয়েই আমরা কাজ করছি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। এটা শুধু দেশে নয, সারা বিশ্বের মানুষ জানে। অতি সম্প্রতি জি-২০ সামিটে প্রধানমন্ত্রী সেখানে সম্মানিত হয়েছেন। বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিরা যে ভাবে দেশে আসছে, সবকিছু মিলিয়ে কি মনে হয়? কোথায় কোন পত্রিকা কিংবা কোথায় কে কি বল্লো তাতে কিছু যায় আসে। আমরা নির্বাচন মুখি দল, আমরা জনগণের রায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি জনগণের কথা রেখেছি। জনগণ আমাদের উপর আবারো আস্থা বিশ্বাস রেখে আমাদের সুযোগ দিবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, বাবুরহার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, চাঁদপুর সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলক ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর