September 24, 2023, 12:30 pm

নেত্রকোনায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, June 3, 2023
  • 73 জন দেখেছে

নেত্রকোনায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪৪ তম জাতীয় অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শহরে মোক্তারপাড়া আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী।পরে এ আলোচনা সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বেই বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সকল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়ের এস এম মহসীন আলমসহ অনেকেই। আলোচনা শেষে বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় দুদিনব্যাপী মেলায় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্টল পরিদর্শন করেন তারা। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর