December 2, 2023, 12:18 pm

নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে : জি এম কাদের

Reporter Name
  • আপডেট Thursday, May 4, 2023
  • 127 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন নির্বাচনের প্রতি দেশের মানুষ অনেকাংশই আস্থা হারিয়ে ফেলেছে। আমরা আশা করছি, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে। ভোটের প্রতি আস্থা ফেরাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।  আজ বৃহস্পতিবার দলের বনানী কার্যালয়ে পার্টির বিভাগীয়প্রধানদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হলে পরবর্তী নির্বাচনের ব্যাপারে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আমরা চাই নির্বাচন গ্রহণযোগ্য ও অর্থবহ হোক। কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য করতে দায়িত্বশীলদের কাজ করতে হবে। আমরা কোনো দলের সঙ্গে না গেলেই যে আমরা অন্য কোনো দলের দালালি করছি- এসব বলে যারা আমাদের সমালোচনা করেন, তারা তাদের স্বার্থেই কথা বলেন। 

জি এম কাদের বলেন, সিটি নির্বাচনে দলের প্রার্থীরা জয়ী হতে শেষ পর্যন্ত সংগ্রাম করব। আমাদের প্রার্থীরা যেন সব নির্বাচনী কাজে সমান সুযোগ পায়। ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। মানুষ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা দলকে আরও শক্তিশালী করতে কাজ করছি।

গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, সৈয়দ মো. আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, নাসরিন জাহান রতনা এমপি, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ইমরান হোসেন মিয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, মো. জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মো. আতিকুর রহমান আতিক ও জহিরুল আলম রুবেল প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর