December 2, 2023, 11:05 am

উত্তর না দিয়ে ইনবক্সে ডাকছেন কেন জায়েদ খান?

মাসুদ আলম
  • আপডেট Wednesday, May 3, 2023
  • 115 জন দেখেছে

সম্প্রতি দেশের বাইরে গেছেন অভিনেতা জায়েদ খান। সেখান থেকেই দিচ্ছেন নিয়মিত আপডেট। অভিনয় দিয়ে যতটা এর চেয়ে তার ব্যক্তি জীবন নিয়ে আলোচিত ও সমালচিত হয়েছেন বারবার ।

ঠিক এই মুহূর্তে কোথায় আছেন জায়েদ খান? সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে যারা ফলো করেন, তারা হয়তো খবরটি জানেন। সম্প্রতি দেশের বাইরে গেছেন অভিনেতা। সেখান থেকেই দিচ্ছেন নিয়মিত আপডেট। তবে ঠিক কোন দেশে আছেন, কোথায় থাকছেন বা কী কাজেই দেশের বাইরে গেলেন চলচ্চিত্র সমিতির এই সাবেক সাধারণ সম্পাদক- তা জানতে আরও একটু অপেক্ষায় থাকতে হচ্ছে তার শুভাকাঙক্ষীদের। নিজে থেকে এসবের কিছুই স্পষ্ট করছেন না তিনি।

সোমবার একাধিক পোস্ট দিয়ে দেশের বাইরে যাওয়ার বিষয়টি ফেসবুকে জানিয়েছেন জায়েদ। এর একটিতে দিয়েছেন ফ্লাইটে বসে থাকার ছবি। আরেকটিতে একটি হোটেলের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। অনেকেই নায়ক জায়েদ কোথায় গেছেন, কোথায় আছেন- তা জানতে চেয়ে কমেন্ট করেছেন। এক সময় নায়কের সঙ্গে চলচ্চিত্র সমিতির সভাপতির দায়িত্ব পালন করা খলনায়ক মিশা সওদাগর লিখেছেন, হোটেলের নাম কী? জায়েদ শুধু উত্তর দিয়েছেন, প্রেসিডেন্ট ইনবক্স।

আরেকজন কমেন্টে করেছেন, কোন দেশ ভ্রমণে গেলেন সাধারণ সম্পাদক সাহেব? নায়ক এর উত্তরে লিখেছেন, ইনবক্স। কেউ কেউ প্রশ্নও তুলেছেন, সরাসরি উত্তর না দিয়ে সবাইকে ইনবক্সে কেন ডাকছেন জায়েদ খান।

অবশ্য নায়ক জায়েদ এরই মধ্যে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারতের মুম্বাইয়ে যাচ্ছেন তিনি। তবে কী কাজে যাচ্ছেন, তা গোপনই রাখতে চান অভিনেতা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর