April 24, 2024, 6:36 am

বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন

বিশেষ সংবাদদাতা ::
  • আপডেট Sunday, May 28, 2023
  • 53 জন দেখেছে

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। আজ (রোববার) রাজধানীর একটি হোটেল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২২ সালের সেরাদের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক। ফুটবলার সাবিনা খাতুন ও আরচার নাসরিন আক্তারকে পেছনে ফেলে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লিটন। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন লিটন। তবে দর্শকের ভোটে এই পুরস্কার জিতেছেন সাফ শিরোপাজয়ী অধিনায়ক সাবিনা খাতুন। এ বছর ১৫ বিভাগে সর্বমোট ১৯ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হয়েছে। উল্লেখ্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে।

কে কী পুরস্কার পেলেন…

বর্ষসেরা ক্রীড়াবিদ: লিটন দাস (ক্রিকেট)
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল)
বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস
বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা জ্যোতি
বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল)
বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন
বর্ষসেরা আর্চার: নাসরিন আক্তার
বর্ষসেরা হকি খেলোয়াড়: আশরাফুল ইসলাম
বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান
বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী ছোটন (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল)
উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)
তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)
বিশেষ সম্মাননা: সুমিতা রানী (হার্ডলার)
সেরা সংস্থা: বাংলাদেশ কাবাডি ফেডারেশন
বিশেষ সংবর্ধনা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর