April 19, 2024, 1:53 pm

বঙ্গবন্ধুর সমাধিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Saturday, June 3, 2023
  • 76 জন দেখেছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট’ এ নবনিযুক্ত তিনজন ডিস্টিংগুইশড প্রফেসরকে সঙ্গে নিয়ে উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমানের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ডিস্টিংগুইশড প্রফেসর ড. এ কে এম নূর-উন-নবী, ডিস্টিংগুইশড প্রফেসর ড. আখতার হোসেন, ডিস্টিংগুইশড প্রফেসর ড. মাহবুবর রহমান, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. মনিরুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক সুমন চক্রবর্তী, প্রকৌশল দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক, ইনস্টিটিউটের এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামের ৯ জন গবেষকসহ ইনস্টিটিউটের সকল কর্মকর্তা-কর্মচারী।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের গোপালগঞ্জের টুঙ্গীপাড়াস্থ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে যান উপাচার্য। এসময় তার সঙ্গে সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন। উপাচার্য ইনস্টিটিউটের জায়গা এবং ভবন ঘুরে দেখেন। এসময় তিনি ইনস্টিটিউটের জায়গায় স্থাপিত ভবন সংস্কার, নতুন ভবন স্থাপনসহ চলমান প্রকল্পের নানা বিষয়ে দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর