বিনোদন প্রতিবেদক :: গানের মধ্য দিয়ে শৈশবের স্মৃতি ফিরিয়ে আনল দেশের প্রথম সারির ব্যান্ড সোলস। তাদের নতুন গান ‘হাওয়াই মিঠাই’ শ্রোতাদের স্মৃতিকাতর করে তুলেছে। এটি সদ্য প্রকাশিত হয়েছে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে। আর গানের ভিডিওর মন্তব্য ঘর ভরে গেছে শ্রোতাদের স্মৃতিমাখা অতীতের গল্পে। এ থেকে স্পষ্ট, গানটি স্বল্প সময়ে সংগীতপ্রেমীদের মনে ছাপ ফেলেছে। এটি সোলসের ৫০ বছর পূর্তি উদযাপনের পঞ্চম গান। এর কথা লিখেছেন ওয়াজীহ্ রাজীব। সুর করেছেন কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া।
এ আয়োজন নিয়ে তিনি বলেন, “এর আগে ‘মুখরিত জীবন’ অ্যালবামের ‘হঠাৎ শূন্যতা’ গানে শৈশবের এক গল্প তুলে ধরা হয়েছিল, যা অনেকের মনে ছাপ ফেলেছিল। ‘হাওয়াই মিঠাই’ তেমনই একটি গান, যেখানে খুঁজে পাওয়া যাবে শৈশব-কৈশোরের চেনা দৃশ্য। মেলোডি সুরের এ গান অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।” বর্তমানে সোলস ব্যান্ডদলটি অষ্ট্রেলিয়ায় অবস্থান করছেন। আগামী ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নিবে সোলস। এ মাসের শেষের দিকে পুরো টিম দেশে ফেরার কথা রয়েছে। প্রসঙ্গত, সোলস এরই মধ্যে চারটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিক্সা, যদি দেখো।