December 2, 2023, 12:11 pm

‘হায় হায় আমিতো রোজা’! অনন্ত জলিল

Reporter Name
  • আপডেট Monday, April 17, 2023
  • 195 জন দেখেছে

মাসুদ আলম :: বর্তমান সময়ের সফল অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের জন্মদিন আজ। দিনটি উপলক্ষে আয়োজিত কেক কাটার এক অনুষ্ঠানে রোজা রেখেই ভুল করে কেক খেয়ে ফেলেন অনন্ত জলিল। অবশ্য পরে বুঝতে পেরে মুখ থেকে দ্রুত তা ফেলে দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  হঠাৎ করে অনেকেরই এমন ভুল হয়ে থাকে।

ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিলের ‘কিল হিম’ সিনেমা। জন্মদিন ও সিনেমা উপলক্ষ সামনে রেখে সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন অনন্ত। সেখানে জন্মদিনের কেক কাটেন।

এ সময় অনন্তর মুখে তা তুলে দেন ‘কিল হিম’ সিনেমার পরিচালক মো. ইকবাল। সেটা মুখে নিয়ে খেতে থাকেন অনন্ত। এর কিছুক্ষণ পর পাশ থেকে কেউ একজন বলে ওঠেন, ‘ভাই আপনি রোজা।’ তাৎক্ষণিক অনন্ত বলে উঠেন, ‘হায় হায়, আমি তো রোজা।’ এরপর মুখ থেকে কেক ফেলে দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত জলিল বলেন, আজ আমার জন্মদিন। এটা আমার বিশেষ দিন। অনেক দূর-দুরান্ত থেকে ভক্তরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন, আমি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর