November 30, 2023, 1:56 pm

মা হলেন গওহর খান

মাসুদ আলম
  • আপডেট Friday, May 12, 2023
  • 115 জন দেখেছে

বলিউড অভিনেত্রী গওহর খান  বিয়ের দুই বছর পর মা হলেন । বৃহস্পতিবার মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন গওহর। সামাজিকমাধ্যমে ছবি পোস্ট করে এই সুখবর জানান গওহর নিজেই।

ইনস্টাগ্রামে গওহর লেখেন, খুশি কাকে বলে তা সত্যি বুঝতে পারলাম। আমার সদ্য জন্মানো ছেলে সবাইকে ধন্যবাদ জানিয়েছে। আপনারা তাকে আশীর্বাদ ও ভালোবাসা দেবেন।

ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক পার করছেন গওহর খান। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি সব মাধ্যমেই তার অবাধ বিচরণ।

এক সময় এ অভিনেত্রীর লাভ লাইফ নিয়েও কম চর্চা হয়নি। পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর, পরবর্তীতে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে গওহরের প্রেমের গল্প কারও অজানা নয়। তবে সেই প্রেম পরিণয় পায়নি।

সর্বশেষ ১২ বছরের ছোট জায়েদ দরবারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন গওহর খান। প্রখ্যাত বলিউড সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ। পেশায় কোরিওগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া স্টার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর