শামীম ইকবাল, স্টাফ রিপোর্টার :: ময়মনসিংহ জেলা পুলিশের ব্যবহারের জন্য কর্পোরেট সোসাল একটিভিটিস প্রোগ্রামের আওতায় ৫ শতাধিক চেয়ার উপহার দিয়েছে ন্যাশনাল পলিমার গ্রুপ। এসময় জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহম্মদ ভুঞা, পিপিএম। ন্যাশনাল পলিমার গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন জনাব শরিফুল ইসলাম, মহাব্যবস্থাপক, প্লান্ট অপারেশন, জনাব দেওয়ান মোঃ মনিরুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক, প্রাশসন ও মানব সম্পদ, মোঃ রাজিব হোসেন রাজন, ব্যবস্থাপক, প্রশাসন, সিলভিয়া আজিজ, ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর প্রমুখ।
এ বিষয়ে প্রশাসন ও মানব সম্পদ বিভাগের উপ মহাব্যবস্থাপক জনাব দেওয়ান মো: মনিরুজ্জামান বলেন, ন্যাশনাল পলিমার গ্রুপ কর্পোরেট সোসাল একটিভিটিস এর আওতায় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে আমাদের উৎপাদিত পন্য উপহার হিসাবে প্রদান করে আসছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।