ক্রীড়া ডেস্ক :: ওয়ানডে বিশ্বকাপ শেষ হতে না হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ সফরে তারা দুইটি টেস্ট ম্যাচ খেলবে। টেস্ট সিরিজ খেলার জন্য মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ সিলেটে হওয়ায় ঢাকা পা রাখার পরদিনই ম্যাচ ভেন্যুতে চলে যাবে কিউইরা। বিশ্বকাপের সেমিফাইনাল খেলা কিউইদের একাংশ ক্রিকেটার বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে গেছেন। দলের বাকি ক্রিকেটাররা দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। টেস্ট দলের বাকি ক্রিকেটাররা সেখানে যোগ দিলে পুরো দল একসঙ্গে ঢাকায় আসবে।
ইতোমধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে চমক হিসেবে ডাক পেয়েছেন হাসান মুরাদ ও হাসান মাহমুদ।
লিটন না থাকায় দলে উইকেটরক্ষক হিসেবে ফেরানো হয়েছে নুরুল হাসান সোহানকে। এছাড়া দলে ফিরেছেন সাদমান ইসলাম ও নাঈম হাসান। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান। অন্যদিকে বাংলাদেশ সফরের জন্য প্রথমে ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড। কিন্তু পরে সেই দলে পরিবর্তন আনেন। ভারত বিশ্বকাপ চলাকালীন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন হেনরি। যার ফলে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তার বদলে স্কোয়াডে ডাকা হয়েছে পেসার নিল ওয়াগনারকে। আগামী ২৮ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ৬ ডিসেম্বর ঢাকায়।
বাংলাদেশ দল: নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দীপু ও হাসান মুরাদ (ঢাকাটাইমস/২০ নভেম্বর/এনবিডব্লিউ)