September 24, 2023, 1:30 pm

বিএনপির নাশকতা ঠেকাতেই আ. লীগের শান্তি সমাবেশ : হানিফ

Reporter Name
  • আপডেট Saturday, September 16, 2023
  • 13 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামায়াত চক্র যেন কোনোভাবেই নাশকতা করে ব্যাহত করতে না পারে সে জন্যই আওয়ামী লীগ দেশব্যাপী শান্তি সমাবেশ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আজ শনিবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কুষ্টিয়ার কৃতী শিক্ষার্থীদের সাথে মতবিনিময়সভায় যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ আরো বলেন, মানবাধিকারকর্মী আদিলুর মিথ্যাচার করেছেন, তা প্রমাণিতও হয়েছে। আদালতে তার শাস্তি হয়েছে।বিএনপির মির্জা ফখরুল সাহেবরা মিথ্যাচার করে অভ্যস্ত বলেই মিথ্যাচারের পক্ষ নিচ্ছেন। স্বাধীনতাবিরোধী কোনো ব্যক্তির বিচার হলেই বিএনপির আতে ঘা লাগে বলে তিনি মন্তব্য করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সম্পর্কে তিনি বলেন, সরকার তা নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া দরিদ্র মানুষকে সহায়তা করার বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর