December 2, 2023, 12:21 pm

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’র (ঢাকা উত্তর) কেন্দ্রীয় কমিটি ঘোষণা

মাসুদ আলম
  • আপডেট Saturday, May 13, 2023
  • 82 জন দেখেছে

বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জন্ম হয়। এই ঐতিহ্যবাহী সংগঠন যার যাত্রা শুরু ১৯৭৬ সালে। সম্প্রতি এই সংগঠনের মহানগর কমিটির (ঢাকা উত্তর)-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির আয়োজনে ১০-৫-২০২৩ ঢাকা জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর উত্তর-এর ত্রিবার্ষিক কমিটির অভিষেক ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি কণ্ঠশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর দিল আফরোজ বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং পাবনা পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব শেখ ইকবাল। সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর উত্তরের ত্রি বার্ষিক কমিটির ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয় সভাপতি হিসেবে দায়িত্ব পান সৈয়দা ফৌজিয়া হোসেন, সহ-সভাপতি হিসেবে সালমা আক্তার, মোছা. নুরজাহান খাতুন, ড. সৈয়দ নাজমুল হুদা,শামীম আহমেদ , মো: ফরিদ হোসেন ,এ. আর. রিপন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান সুলতানা ইসলাম এ্যানি, যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান কল্লোল হোড়, লোপা হোসেইন, এবং শাহরিয়া খানম মুক্তি। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান কৃষিবিদ সাঈদ আশরাফ সোহেল, ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক সুহৃদ সুফিয়ান। এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি কণ্ঠশিল্পী রফিকুল আলম গোলাম শাহরিয়ার কবীর সেতুকে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর