December 7, 2023, 12:26 am

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আর নেই

Reporter Name
  • আপডেট Wednesday, May 3, 2023
  • 124 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৩) বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কামরুল ইসলাম চৌধুরী দৈনিক সংবাদ, বাংলাদেশ জাতীয় সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।  

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার (৩ মে) সকালে কামরুল ইসলামের জন্মস্থান নোয়াখালীর সোনাইমুড়ি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবসস্থানে তাকে দাফন করা হবে।  গত বছর তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তখন বাইপাস সার্জারি করা হয়।  কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর