December 7, 2023, 12:41 am

’পরাণ পাখি’ গাইলেন অভিনেত্রী হিমি

মাসুদ আলম
  • আপডেট Wednesday, April 19, 2023
  • 199 জন দেখেছে

বর্তমান সময়ে টিভি-ইউটিউব নাটকের অন্যতম নায়িকা এখন জান্নাতুল সুমাইয়া হিমি। যেমন গ্ল্যামার-অভিনয়, তেমন সেন্স অব হিউমার রয়েছে তার। তবে এসব ছাপিয়ে এবার তিনি নাম লেখালেন গানে! না, নাটকের দৃশ্যে গানের সঙ্গে ঠোঁট মেলানো নয়। সরাসরি গাইলেন এই অভিনেত্রী। এই সুবাদে জানা গেলো, হিমি যেমন অভিনয়ে পারদর্শী তেমনি গানেও আছে ভালো দখল। ছোটবেলা থেকেই গান শিখেছেন অভিনেত্রী। তারই প্রতিধ্বনি মিলছে এই ঈদে। 

এবারের ঈদুল ফিতরের চাঁদ রাতে মুক্তিপ্রতিক্ষীত ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মাহিন আওলাদের পরিচালনায় নাটক ‘পরাণ পাখি’। সেই নাটকেরই বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন হিমি। কণ্ঠে তার সহশিল্পী আভরাল সাহির। ‘পরাণ পাখি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।

প্রথমবার গান গাওয়া নিয়ে উচ্ছ্বসিত হিমি জানালেন, ‘ছোটবেলা থেকে গান শিখলেও কখনও মূলধারায় গান গাওয়া হয়ে ওঠেনি। অভিনয়ের দিকেই মনোযোগ ছিলো বেশি। তবে এবার পরিচালক মাহিন আওলাদ ভাই এমনভাবে অনুরোধ করলেন যে গান গাইতেই হলো। গানটির কথা, সুর ও সংগীত অসাধারণ হয়েছে। আমি আশা করছি সবার ভালো লাগবে গানটি।’ 

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে নাটকের পাশাপাশি গানটিও প্রকাশ হবে ঈদের দিন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর