November 30, 2023, 2:23 pm

নেপালে দৃশ্যধারণ করা নতুন গান নিয়ে  আসছে ইমরান

মাসুদ আলম
  • আপডেট Friday, May 5, 2023
  • 118 জন দেখেছে

বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। তার সঙ্গে জুটি বেঁধে চলতি সময়ের অনেক শিল্পী দ্বৈত গান করেছেন।

সে সব গান শ্রোতাদের মধ্যেও বেশ সাড়া ফেলে। এ তারকার সঙ্গে এবার গান নিয়ে আসছেন মারুফা তৃষা।

‘ওরে জান’ শিরোনামের একটি গানে তাদের পাওয়া যাবে। জামাল হোসেনের কথায় এটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। মিউজিক ভিডিওতে ইমরানের সঙ্গে এতে মডেল হয়েছেন নাজনিন নিহা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। এরই মধ্যে নেপালে মিউজিক ভিডিওটির তিনদিন শুটিং করেছেন বলে জানান ইমরান। এছাড়া আরো একদিন ঢাকায় মিউজিক ভিডিওটির শুটিং করা হয়। চলতি মাসের শেষের দিকে মিউজিক ভিডিওটি প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হবে। জামাল হোসেনের কথায় ইমরানের ‘ঘুম ঘুম চোখে’ গানটি দর্শক শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলে। নতুন গানটি নিয়েও ইমরান দারুণ প্রত্যাশা করছেন।

ইমরান বলেন, ওরে জান গানটির কথাগুলোর মধ্যে শ্রোতারা নতুনত্ব পাবেন। নেপালের চমৎকার কিছু লোকেশনে এটির দৃশ্যধারণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর