December 10, 2023, 2:14 pm

নিষিদ্ধ হওয়া ‘আমার শেষ কথা’ সিনেমার শুটিংয়ে কারাগারে জয় চৌধুরী

Reporter Name
  • আপডেট Thursday, November 2, 2023
  • 54 জন দেখেছে
বিনোদন প্রতিবেদক, ঢাকা :: সেন্সর ছাড়পত্র বাতিল ও হলে প্রদর্শন নিষিদ্ধ হওয়ার পর নতুন করে শুরু হয়েছে ‘আমার শেষ কথা’ সিনেমার শুটিং। ইসলাম মিয়া পরিচালিত এ সিনেমার শুটিং গতকাল থেকে শুরু হয়েছে গাজীপুরের পুবাইলে। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন জয় চৌধুরী ও কাজী জারা টায়রা। নতুন করে শুরু হওয়া শুটিংয়ের একটি ছবিতে দেখা গেছে, কারাগারে কয়েদির বেশে জেল রক্ষীদের সঙ্গে দাঁড়িয়ে আছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

এ প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, ‘সেন্সর বোর্ড সদস্যদের কাছে যে বিষয়গুলো আপত্তিকর লেগেছে সেই দৃশ্যগুলো নতুন করে শুট করছি আমরা। সিনেমার গল্পে কিছু ভায়োলেন্স ছিল। এ ছাড়া আইনের প্রয়োগ কম দেখানো হয়েছিল। সেই বিষয়গুলো নতুন করে শুটিং হচ্ছে। এ কারণেই কয়েদি হিসেবে দেখা যাচ্ছে আমাকে।’

জানা গেছে ‘আমার শেষ কথা’ সিনেমাটি নির্মিত হয়েছে নারায়ণগঞ্জের এক সত্য ঘটনা অবলম্বনে। গল্পের নায়ক নাস্তিক, ধর্ম বা ঈশ্বরে যার খুব একটা বিশ্বাস ছিল না। ঘৃণ্য সব কাজ করত, মানুষ পাচার করত। এমনকি নিজের স্ত্রীকেও পাচার করে দেয়। এক ঘটনার পরিপ্রেক্ষিতে সে ধর্মের পথে চলে আসে।

আমার শেষ কথা সিনেমায় আরও আছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি। বছরের ফেব্রুয়ারিতে ‘আমার শেষ কথা’ সিনেমার শুটিং শুরু হয়, শেষ হয় এপ্রিলে। গত মাসে সিনেমার সেন্সর ছাড়পত্র বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই সঙ্গে সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর