December 2, 2023, 11:36 am

নির্বাচন নিয়ে বিএনপি যাই বলুক, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী- কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট Monday, April 24, 2023
  • 126 জন দেখেছে

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি যাই বলুক। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানকে পরিবর্তন করতে পারবে না। এ সংবিধান পরির্তন না করা পর্যন্ত যে সরকার ক্ষমতায় রয়েছে তারাই নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে। আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

সোমবার (২৪ এপ্রিল) সকালে টাঙ্গাইলের মধুপুরে রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৪ বছরের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

সম্প্রতি ঢাকায় কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। এটি নিয়ে মানুষের মনে শঙ্কাও সৃষ্টি হযেছে। অনেকেই বলছেন, এ বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ইউএনও শামীমা ইয়াসমীন, মেয়র ছিদ্দিক হোসেন খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর