ব্যান্ডদল মাইলস দেশের সংগীতাঙ্গন আশির দশকে দারুণ জনপ্রিয়তা পেয়ে দাপিয়ে বেরিয়েছে দীর্ঘদিন। উপহার দিয়েছে ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি আগুন জ্বলে’, ‘আজ জন্মদিন তোমার’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান। তবে দীর্ঘ সময় নতুন গানের খবরে না থাকায় এ নিয়ে শ্রোতা-ভক্তরা প্রায়ই আক্ষেপ করতেন। অবশেষে নতুন গান তৈরি করছে মাইলস।
গানটির নাম এখনও ঠিক হয়নি। রেকর্ডিংয়ের কাজ চলছে। আসছে আগস্টে মিউজিক ভিডিও আকারে গানটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলটির দলনেতা হামিন আহমেদ। তিনি বলেন, ‘দীর্ঘ সময় পর মাইলস শ্রোতাদের নতুন গান উপহার দিতে যাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা বেশ আনন্দিত। মাইলস ভক্তদের এ বছরের জুলাই অথবা আগস্টের শুরুতেই নতুন গান উপহার দেবো আমরা। গানের কথা ও সুর সম্পন্ন হয়েছে। এখন ফাইনাল রেকর্ডের আগে রিহার্সেল চলছে। রেকর্ডিং শেষ হলে আমরা গানটির মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি নেবো।’
মাইলসের বিগত দিনের গানগুলোর আমেজ মাথায় রেখেই নতুন গানটি তৈরি হচ্ছে। সেভাবেই লেখা হয়েছে ও সুর করা হয়েছে। শ্রোতারা গানটি শুনেই যেন মাইলসকে অনুভব করতে পারেন। ব্যান্ডের সবাই মিলেই আমরা গানটি লিখেছি ও সুর করেছি। দলগত প্রচেষ্টাতেই নতুন গানটি তৈরি করা হচ্ছে। আমরা আশাবাদী গানটি মাইলস ভক্তদের মন জয় করবে।