September 30, 2023, 10:52 pm

দুর্নীতিবাজ সরকারকে হটাতে আগামী দিনের রাজপথের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে: হাসান উদ্দিন সরকার

Reporter Name
  • আপডেট Monday, September 18, 2023
  • 17 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী দুর্নীতিবাজ সরকারকে হটাতে আগামী দিনের রাজপথের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে সবাইকে প্রস্তুত থাকতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের বিকল্প নাই।

রোববার বাদ আসর টঙ্গীর বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে আয়োজিত টঙ্গীতে আগামী ১৯ সেপ্টেম্বরের বিএনপির জনসভাকে সফল ও সার্থক করতে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহ নাসির উদ্দিন নাসু, সরকার শাহনুর ইসলাম রনি, ফারুক হোসেন খান, আজিজুল হক রাজু মাস্টার, আব্দুস সাত্তার মিয়া, আতাউর রহমান আতিক, নবীন হোসেন, হাজী জহিরুল ইসলাম, লিয়াকত আলী, সোহেল সিদ্দিকী, আব্দুস সালাম মন্ডল, জমশের আলী, আমজাদ হোসেন বাবুল, আনোয়ার হোসেন সরকার, আমির হোসেন, নাজমুল আলম মিঠু, মাহবুব আলম, আনোয়ার হোসেন, আক্তারুজ্জামান নুর, রাতুল ভূঁইয়া, সোহেল চৌধুরী, আহমেদ আলী টুকু, সাজেদুল ইসলাম, মোহাম্মদ রুম্মান, তাসিফ সরকারসহ টঙ্গী পূর্ব-পশ্চিম, গাছা ও পূবাইল থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর