ক্রীড়া ডেস্ক :: জাতীয় ক্রিকেট লিগে আজ শিরোপা উৎসব করেছে ঢাকা বিভাগ। চট্টগ্রামে সিলেট বিভাগকে ৫২ রানে হারিয়ে এক মৌসুম পর আবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। ২৫তম আসরের মধ্যে এটি তাদের সপ্তম শিরোপা। ঢাকার শিরোপা জয়ের ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন সিলেটের কোচ রাজিন সালেহ। জয়ের জন্য সিলেট বিভাগের প্রয়োজন ছিল ১৭১ রান। ঢাকার লাগত ৬ উইকেট। ঢাকার বোলারদের বিপক্ষে পেরে ওঠেননি সিলেটের ব্যাটাররা। অধিনায়ক জাকির হাসান সর্বোচ্চ ৪৪ রান করেন। কাল ৬৭ রান তুলতে পারে সিলেট। শুভাগত হোম ৪ ও নাজমুল ইসলাম ৩ উইকেট নেন। এর আগে ম্যাচসেরা মাহিদুল ইসলামের প্রথম শতকে (১০৬) প্রথম ইনিংসে ২৬৬ রান করে ঢাকা। সিলেটের প্রথম ইনিংস থামে ২১১ রানে। দ্বিতীয় ইনিংসে ১৫৪ রান করা ঢাকা সিলেটকে লক্ষ্য দিয়েছিল ২১০ রানের। সেটি টপকাতে পারেনি সিলেট।ঢাকার এই জয়ে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন সিলেটের কোচ রাজিন সালেহ। জাকিরের এলবিডাব্লিউসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত সিলেটের বিপক্ষে গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন তিনি।