September 30, 2023, 9:30 pm

ডেঙ্গু আক্রান্ত হয়ে অভিনয়শিল্পী নিশাত আরা আলভিদার মৃত্যু

Reporter Name
  • আপডেট Friday, September 1, 2023
  • 31 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এইচএসসি পরীক্ষার্থী তরুণ অভিনয়শিল্পী নিশাত আরা আলভিদা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ঢাকায় নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তরুণ এই অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার।

জানা গেছে, চার দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন নিশাত। প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর শরীরে প্লাটিলেট বৃদ্ধি পাওয়ায় বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। নিজ বাসাতেই প্রাণ হারান এই অভিনেত্রী। এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন নিশাত। সর্বশেষ অ্যাকাউন্টিং পরীক্ষাও দিয়েছিলেন। কিন্তু বাকি পরীক্ষাগুলোতে আর অংশ নেওয়া হলো না। তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন ১৯ বছর বয়সী এই তরুণী। রাতেই মরদেহ তার দেশের বাড়ি নাটোরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার দাফন সম্পন্ন হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর