December 7, 2023, 12:38 am

ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত অস্ত্রসহ গ্রেফতার 

Reporter Name
  • আপডেট Tuesday, April 4, 2023
  • 155 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:: নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩টি চাপাতি ও দুটি পাইপ জব্দ করে পুলিশ।  গ্রেফতারকৃতরা হল- নোয়াখালী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মো.জসিম উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন রতন (২৩), একই বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো.কাজী নুরুল হুদা (২৬) ও সেনবাগ উপজেলার দক্ষিণ গরুকাটা গ্রামের হাজী হারিজ মিয়ার বাড়ির মো.মফিজুর রহমানের ছেলে মো. আলম ওরফে আমির (২৮)। আজ মঙ্গলবার দুপুরে আসামিদের নোয়াখালী ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার গভীর রাতে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের নিরঞ্জনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।   
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, সোমবার রাতে কয়েকজন ডাকাত বিভিন্ন জায়গা থেকে এসে ডাকাতির উদ্দেশ্যে সদর উপজেলার  অশ্বদিয়া ইউনিয়নের নিরঞ্জনপুর এলাকায় সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন ডাকাত দৌঁড়ে পালানোর চেস্টা করলে পুলিশ ৩ ডাকাতকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর