স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গী হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে পিঠা উৎসব ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ পিঠা উৎসবে শতশত কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবক-অভিভাবিকাদের মাঝে বিভিন্ন ধরনের শীতের পিঠা, জিলাপী, ফুচকা, পপকর্ণ, হাওয়াই মিঠাই, মন্ডা ও কেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী, শিক্ষক প্রতিনিধি নাজমুল আলম, শিক্ষক শাহাদাত হোসেন, মাসুদ রানা, আব্দুল সাত্তার, সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, মেহেদুল হক, জিন্নাতারা নিপা, মাহমুদা নাসরিন, কাজী নূর মোহাম্মদ চঞ্চল, সোহেল রানা, বিপুল কুমার বিশ্বাস, রাজিয়া আক্তার, মোহাম্মদ ইমরান খান, জসিম উদ্দিন, নাসিমা আক্তার, হালিমা আক্তার, মহসিনা হোসেন মীম, অনিতা আক্তার ও আব্দুল কাদের প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করে।