December 10, 2023, 2:22 pm

টঙ্গীতে হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল

Reporter Name
  • আপডেট Monday, November 20, 2023
  • 15 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: দ্বাদশ নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে কেন্দ্রঘোষিত হরতালের দ্বিতীয় দিনের কর্মসূচি বাস্তবায়নে গাজীপুরের টঙ্গীতে ঝটিকা মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি। আজ সোমবার বিকেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে টঙ্গী ফায়ার সার্ভিস এলাকায় গিয়ে নেতা-কর্মীরা অবস্থান নেয়। মিছিলে অংশ নেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান খান পিন্টু, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম সাথী, মিজানুর রহমান, শিশির সরকার, রিগান রহমান, রাসেল, বিজয়, শাকিল, রিসালসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিএনপির নেতা-কর্মীরা সড়কে একটি মিছিল করেছে। পরে সেখানে পুলিশ উপস্থিত হলে তাঁরা চলে যান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর