December 6, 2023, 11:40 pm

টঙ্গীতে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, April 2, 2023
  • 162 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীর সাতাইশ পূর্বপাড়া এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে ছাত্রীর বাবা টঙ্গী পশ্চিম থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আটককৃতের নাম সাব্বির মাহমুদ (২০)। তিনি ময়মনসিংহের পাগলা থানার দুবাশিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে।
পুলিশ জানায়, সাব্বির সহযোগীসহ ওই ছাত্রীকে তার ভাড়া বাসার ছাদের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে ভুক্তভোগীকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদ করে। এ সময় বাড়ির মালিক সালাউদ্দিন ও আসামি সাব্বিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয় পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে। রাতে মামলার পর আটক সাব্বিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর