September 30, 2023, 11:02 pm

টঙ্গীতে জাল নোটসহ গ্রেপ্তার ১

Reporter Name
  • আপডেট Friday, September 15, 2023
  • 40 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিসিক ফকির মার্কেটের জিন্স অ্যান্ড পলো লিমিটেড কারখানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কামাল হোসেন বরিশালের মুলাদী থানার পাতারচর গ্রামের নুরুল হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, রাতে জাল নোট সরবরাহ করা হচ্ছে এমন তথ্য পায় পুলিশ। পরে বিসিক ফকির মার্কেটের জিন্স অ্যান্ড পলো লিমিটেড কারখানার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা নগদ ১৪ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত কামাল একজন পেশাদার জাল টাকার ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে আদালতের পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর