স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মনোয়ার আহমেদ সিদ্দিকির রুহের মাগফেরাত কামনায় টঙ্গীর চেরাগ আলী এলাকায় চৌধুরী কাঠ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। চৌধুরী কাঠ মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান অনিকের পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন চৌধুরী কাট মার্কেট ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ চৌধুরী এশবার আহমেদ সিদ্দিকী। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ট্রাক কভার ভ্যান মালিক সমিতির সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল রশিদ মিয়া, চৌধুরী কাঠ মার্কেট পরিচালনা কমিটির সহ-সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, প্রধান উপদেষ্টা হাজী আব্দুল মান্নান পাটোয়ারী, সহকারি উপদেষ্টা হাজী আব্দুল কুদ্দুস পাটোয়ারী, চৌধুরী কাঠ মার্কেট ব্যবসায়ী রিয়াদ আহমেদ, রায়হান খন্দকার তুষার, জাকির হোসেন ভূঁইয়া, মোহাম্মদ বাবুল ওসমান, মজিবুর রহমান রতন, জাকির হোসেন মিজি, মোহাম্মদ সোহাগ মিয়া, কামাল হোসেন, মোঃ শাহাদাত হোসেন, কভাড ভ্যান মালিক সমিতির প্রচার সম্পাদক আইয়ুব আলী, কার্যকরী সদস্য মোঃ নূর হোসেন, সচিব আনারুল ইসলাম, ট্রাক কভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন, কাদেরিয়া টেক্সটাইল মিলস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ হোসেন, দোয়া পরিচালনা করেন মাওলানা সাজ্জাদ হোসেন প্রমুখ।