December 2, 2023, 10:27 am

টঙ্গীতে অস্ত্রসহ সাত ডাকাত আটক

Reporter Name
  • আপডেট Thursday, April 6, 2023
  • 167 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার রাত দেড়টার দিকে টঙ্গীর শিলমুন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছে-টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকার সেন্টু মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯), গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিলগুনিয়া গ্রামের মনির হোসেনের ছেলে হাসান রিয়াজ (১৮), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে জিসান (১৯), শেরপুর জেলা সদর উপজেলার দুরিপাড়া গ্রামের আব্দুর রবের ছেলে নাহিদ (১৯), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার টিলাটিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজিব (২৩), একই জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার বিরই (খালপাড়া) গ্রামের শাহজালাল খানের ছেলে ইয়াছিন আরাফাত (২৩) এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বান্দাগড়া গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে আরিফ হোসেন (২২)।
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আটকরা রাত ১০টার পর স্টেশন রোড, নতুন বাজার, টঙ্গী এলাকায় মহাসড়কের উপর অবস্থান নিতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা এক অপরের সঙ্গে যোগাযোগ করে ময়মনসিংহ ও ঢাকাগামী পথচারীদের দেশীয় অস্ত্রের ভয় দেখাতেন। পরে তারা কয়েকজন মিলে পথচারীদের সঙ্গে থাকা মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিতো। আটককৃতদের কাছ থেকে সাতটি ছুরি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর