June 21, 2024, 9:25 am

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগেরজয়ের কোনো বিকল্প নাই: চুমকি

Reporter Name
  • আপডেট Saturday, August 19, 2023
  • 61 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আওয়ামী মহিলা লীগের সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কোনো বিকল্প নাই। শোককে শক্তিতে রূপান্তর করে সংগঠিত হয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আসন্ন নির্বাচনে আমাদের জিততেই হবে। গাজীপুর মহানগরীর ৪০নং ওয়ার্ডের মেঘডুবি উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার পূবাইল থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন। এ উপলক্ষে এ দিন কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, গণভোজ, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালিত হয়।
স্বপ্নের পদ্মা সেতুতে এখন বিএনপিও পারাপার হয় উল্লেখ করে চুমকি বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক হতে পারলে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে না। জনগণের ভোটে বারবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। ইনশাল্লাহ আগামীতে আবারও জনগণের ভোটে শেখ হাসিনা ক্ষমতায় আসবেন। ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক হাসানুল বান্না মজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, পূবাইল থানা আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান শিরিষ, সাধারণ সম্পাদক এম জাহিদ আল মামুন। শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি, ৪২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়া, সাবেক কাউন্সিলর বজলুর রহমান বাছির প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর