December 7, 2023, 12:48 am

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের মাঝে প্রতীক দেয়া হয়েছে

Reporter Name
  • আপডেট Tuesday, May 9, 2023
  • 127 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আজ মঙ্গলবার সকাল ১০ টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। মেয়র পদে ৮ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ করেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দল সমর্থিত মোট ৫ জন প্রার্থীকে তাদের নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র (বরখাস্ত) জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন (টেবিল ঘড়ি), কারাবন্দী মৃত্যুদন্ডপ্রাপ্ত বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহ নূর ইসলাম রনি (হাতি) এবং হারুন অর রশীদ (ঘোড়া) প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্ধ কার্যক্রম শুরুর আগে সকল প্রার্থীদের প্রতি নির্বাচনি আচরণ বিধি মেনে চলার অনুরোধ জানান রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।

আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন (লাঙ্গল), সরকার শাহ নূর ইসলাম রনি (হাতি), গণফ্রন্ট সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম (মাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাত পাখা), জাকের পার্টি মনোনীত প্রার্থী রাজু আহম্মেদ (গোলাপ ফুল)। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত আসনে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র (বরখাস্ত) জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর