September 30, 2023, 10:57 pm

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি এনামুল, সম্পাদক মাহতাব নির্বাচিত

Reporter Name
  • আপডেট Saturday, September 2, 2023
  • 46 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর প্রেসক্লাবের (রেজি: নং-গা-০৭৭০) নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২ সেপ্টেম্বর ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ রোডে অবস্থিত গাজীপুর প্রেসক্লাব ভবনে চলে এ নির্বাচন।নির্বাচনে ২০২৩-২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক এনামুল হক এবং সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহমেদ।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন বলেন, নির্বাচনে ১৭টি পদে সভাপতি পদ ছাড়া অন্যান্য পদের প্রার্থীরা ইতোপূর্বে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন। সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় শনিবার নির্ধারিত দিনে ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. এনামুল হক ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী বিটিভি’র গাজীপুর প্রতিনিধি আব্দুর রহমান পেয়েছেন ১ ভোট। নির্বাচনে ৬৩ ভোটারের মধ্যে ৩৭জন ভোটাধিকার প্রয়োগ করেন।

কার্যনির্বাহী পরিষদের অনন্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক মুক্ত সংবাদ), সহ-সভাপতি মো. আব্দুস সালাম শান্ত (দৈনিক সংবাদ প্রতিদিন), যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক (বাংলা ভিশন), সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হোসেন বুলবুল, (দৈনিক সকালের সময় ও ডেইলি ট্রাইবুনাল), কোষাধ্যক্ষ মো. আফজাল হোসেন (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.হাবিবুর রহমান(ডেইলি বাংলাদেশ পোষ্ট ), দফতর সম্পাদক কাজী মো. মকবুল হোসেন (দৈনিক সোনালী বার্তা ও ডেইলি মর্নিং অবজারভার), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মো. মোবারক হোসেন (ডেইলি সিটিজেন টাইমস)।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক মাসুদুল হক (বাংলাদেশ বেতার), এম এ ফরিদ (দৈনিক ঢাকা টাইমস), রায়হানুল ইসলাম আকন্দ (ঢাকা ট্রিবিউন/বাংলা ট্রিবিউন), মো. রাকিবুল আলম (দৈনিক মুক্ত সংবাদ), মো. জাহাঙ্গীর আলম ( দীপ্ত টিভি), মো. সাইদুর রহমান সাইদ ( দৈনিক সোনালী খবর)।

বিকাল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলীসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর